
কলেজের উদ্বোধনী অনুষ্ঠান
পয়লা জানুয়ারি, ২০১৬ দধীচি কমিউনিটি কলেজ উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। তারপর দধীচি ট্রাস্টের সভাপতি ড. নৃপেন ভৌমিক তাঁর ভাষণে কলেজের আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে আলোকপাত করেন। প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কলেজ প্রাঙ্গণে একশ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।