• কলেজের উদ্বোধনী অনুষ্ঠান

    পয়লা জানুয়ারি, ২০১৬ দধীচি কমিউনিটি কলেজ উদ্বোধন করেন কবি শঙ্খ ঘোষ। তারপর দধীচি ট্রাস্টের সভাপতি ড. নৃপেন ভৌমিক তাঁর ভাষণে কলেজের আগামী দিনের কর্মসূচি সম্বন্ধে আলোকপাত করেন। প্রদীপ প্রজ্বলন এবং রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। কলেজ প্রাঙ্গণে একশ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন।

    »

  • ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্মরণ অনুষ্ঠান

    ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন একজন সমাজ সেবিকা। ২৩ এপ্রিল,২০১৬ তাঁর স্বরণে কলেজে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা হয় শপথ বাক্য পাঠ দিয়ে। দধীচি ট্রাস্টের সভাপতি ড. নৃপেন ভৌমিক ফ্লোরেন্স নাইটিঙ্গেল সম্বন্ধে কিছু বলেন। অনুষ্ঠানে কলেজ এর সমস্ত শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

    »

  • ফাদার আলফোনসের কলেজ পরিদর্শন

    আইসিআরডিসিই-র প্রেসিডেন্ট ফাদার ড. জেভিয়ার আলফোনস গত ৩০ জানুয়ারি আমাদের কলেজ পরিদর্শনে আসেন। কলেজ ক্যাম্পাস ঘুরে দেখার পরে তিনি ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সামনে জীবন ও জীবনের লক্ষ্য বিষয়ে মূল্যবান বক্তৃতা করেন। কমিউনিটি কলেজের উদ্দেশ্য এবং তার পঠন-পাঠনের ধারা নিয়ে আলোচনা হয় শিক্ষকদের সঙ্গে। পরে তিনি শিক্ষক ও ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে দধীচির গ্রামীণ ক্যাম্পাস পরিদর্শনে যান।

    »

  • সরস্বতী পূজা

    ১৩ ফেব্রুয়ারি ২০১৬ কলেজে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। ওই দিন কলেজের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ছাড়াও কিছু বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অতিথিদের সামনে কলেজের ছাত্রছাত্রীরা ‘আঁখি-পদ্মা’ নামে একটি নাটক পরিবেশন করে। নাটকটি নির্মাণ ও পরিচালনা করেন মুকুন্দ চক্রবর্তী। নাটকের শেষে খিচুড়ি প্রসাদেরও ব্যবস্থা ছিল।

    »

  • স্বাধীনতা দিবস পালন

    ১৫ আগস্ট কলেজে ৭০তম স্বাধীনতা দিবস পালিত হয়। কলেজের সকল ছাত্রছাত্রী একত্রিত হয়ে পতাকা উত্তোলনের ব্যবস্থা করে। পতাকা উত্তোলনের সময় ছাত্রছাত্রীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করে। তারপর কলেজের শিক্ষক-শিক্ষিকারা দিনটি সম্পর্কে কিছু কথা বলার পরে অনুষ্ঠানটি শেষ হয়।

    »

  • শিক্ষক দিবসের অনুষ্ঠান

    ৫ সেপ্টেম্বর ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন। তিনি ছিলেন শিক্ষাবিদ, দার্শনিক এবং প্রখ্যাত শিক্ষক। তাঁর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। দধীচি কমিউনিটি কলেজেও এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। মোমবাতি প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা হয়। কলেজের প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা শিক্ষক দিবসের তাৎপর্য এবং গুরুত্ব বিষয়ে কিছু বলার পরে অনুষ্ঠানটি শেষ হয়।

    »